sara

সিলেটে নৌকা-ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই

  নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০১৮, ১৬:২৪ | আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:৪৪ | অনলাইন সংস্করণ

বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ, ভোট বাতিল ও বর্জনের মধ্য দিয়ে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে রাজশাহী সিটিতে শেষ হয়েছে ভোট গণনা। সেখানে বেসরকারি ফলে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মাঠে নামা এএইচএম খায়রুজ্জামান লিটন।

বরিশাল সিটিতেও নৌকার জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে সিলেটে চলছে নৌকা-ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই। সামান্য ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন বিএনপির আরিফুল হক।  

সিলেট সিটিতে মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমদ ও আরিফুল হক চৌধুরী। সেখানে ১৩৪ কেন্দ্রের মধ্যে পাওয়া গেছে ১২৩ কেন্দ্রের ফল। শেষ খবর পাওয়া পর্যন্ত বদর উদ্দীন পেয়েছেন ৮০ হাজার ৪০৩ ভোট এবং আরিফুল হক পেয়েছেন ৮৩ হাজার ৬৪৯ ভোট।

বরিশাল সিটিতে ১২৩ কেন্দ্রের মধ্যে ১০৭ টিতে পাওয়া ফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০১ ভোট। অপর দিকে ১৩ হাজার ৪৯ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

এদিকে রাজশাহী সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের দ্বিগুণের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৩৮ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলে খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। অপর দিকে মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে