sara

তামিমকে ফোন দিলেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে হাতের কব্জিতে আঘাত পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ সেরা এই ব্যাটসম্যানের শারীরিক অবস্থা জানতে আজ বুধবার দুপুরে তাকে ফোন করেন প্রধানমন্ত্রী।

চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে হাতে মারাত্মকভাবে চোট পান তামিম। ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের খারাপ অবস্থায় তিনি মারাত্মক ঝুঁকি নিয়ে খেলতে নামেন।

টেলিফোনে প্রধানমন্ত্রী তামিমকে বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই।’

ওই দিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদও জানান তিনি।

এ সময় বাংলাদেশ দলের ড্যাশিং এই ক্রিকেটারকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলেছেন শেখ হাসিনা।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে