sara

অল্পের জন্য বেঁচে গেলেন ফরিদুর রেজা-ফেরদৌস আরা-ব্রাউনিয়া

  গোদাগাড়ী প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, ১৬:৩৫ | আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০০:৩৬ | অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন  চারজন।    

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে গোদাগাড়ীর লালবাগ এলাকায় এএইচডাব্লিউ নামে ইমপ্রেস হেলিকপ্টারটি আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।     

হেলিকপ্টারে আরও ছিলেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন।

হেলিকপ্টারে থাকা ফরিদুর রেজা সাগরসহ চারজন আহত হন। অন্যরা হলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন। তবে ফেরদৌস আরা ও ফারজানা ব্রাউনিয়া অক্ষত আছেন।

জানা গেছে, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহতরা রাজশাহী গেছেন। 

আজ দুপুর ১২টার দিকে গোদাগাড়ীতে আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বর্ণকিশোরীদের মাঝে সাইকেল বিতরণের জন্য যান চ্যানেল আইয়ের ইমপ্রেস টিম। তারা দুপুরে পৌনে ৩টার দিকে অনুষ্ঠান শেষে গোদাগাড়ী হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার পথে কিছু দূর গিয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। 

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে