sara

সরকারি টাকায় আ.লীগের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি রিজভীর

  নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০১৮, ১১:৫৭ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৩:০০ | অনলাইন সংস্করণ

অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, 'সরকারের যে নীতি, বিরোধীদল দমন। সেই নীতি অব্যাহত আছে। এখনও দেশব্যাপী গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে তল্লাশি ও জামিনে মুক্তি পাওয়ার পরও আবার পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার ইত্যাদি দমনমূলক নীতি অব্যাহত রয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘তফসিল ঘোষণার পর সরকারি খরচে বিজ্ঞাপন প্রচারে আইন লঙ্ঘন হচ্ছে। তাই অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে