sara

ঐক্যফ্রন্টের বিরু‌দ্ধে আচরণবি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যোগ দি‌তে ইসিতে যা‌চ্ছে আ.লীগ ‌

  নিজস্ব প্রতি‌বেদক

১৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৭ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

ঐক্যফ্রন্টের বিরু‌দ্ধে নির্বাচনী আচরণবি‌ধি ভ‌ঙ্গের অভিযোগ করতে নির্বাচন ক‌মিশ‌নে যা‌বে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বি‌কেলে আওয়ামী লী‌গের এক‌টি প্রতি‌নি‌ধি দল সেখা‌নে যা‌বে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন আ‌ওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিবুল হাসান চৌধুরী নওফেল।

‌সাংবাদিকদের তি‌নি বলেন, ‘আমরা ক‌য়েকজন ঐক্যফ্রন্টের আচরণবি‌ধি লঙ্ঘ‌নের অভিযোগ জানা‌তে সেখা‌নে যা‌চ্ছি।’

আওয়ামী লী‌গের উপ দপ্তর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া জানান, গতকাল সু‌প্রিম কো‌র্টে ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধা‌নের শীষে ভোট চে‌য়েছেন। যা নির্বাচনী আচরণ বি‌ধির লঙ্ঘন ঘ‌টে‌ছে। এর প্রতিবাদ জানা‌তে আমা‌দের এক‌টি প্রতি‌নিধি দল নির্বাচন ক‌মি‌শনে যা‌বে।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে