sara

যুক্তফ্রন্টের অন্তর্ভুক্তিতে মহাজোটে নতুনত্ব আসবে : মাহী বি চৌধুরী

  নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

যুক্তফ্রন্টের অন্তর্ভুক্তির মাধ্যমে মহাজোটে নতুনত্ব আসবে বলে মনে করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। আজ রোববার দুপুরে বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর সাথে ভারতীয় হাইকমিশনের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতীয় পর্যবেক্ষদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়।

মাহী বি চৌধুরী বলেন, ‘মহাজোটের নতুনত্ব, একটা নিউ অ্যাপ্রোচ আসলে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্তি হওয়ার মাধ্যমেই একটা নতুন মহাজোট, মহাজোট প্লাস একটা নতুন জিনিস, যেই পরিবর্তনটার স্বাদ মানুষ এর মাধ্যমে পাবে।’

এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান জানান, নির্বাচনের পরেও যেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকে, আলোচনা হয়েছে তা নিয়েও। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তার দেশ। জনগণ যেন নিজ ইচ্ছায় প্রতিনিধি নির্বাচন করতে পারে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে