sara

নৌকার চূড়ান্ত মনোনয়ন পেলেন শরিকের ১৭ প্রার্থী

  নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় শরিক দলের ১৬ প্রার্থীকে নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নের চিঠি শরিক নেতাদের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৭ আসনে চূড়ান্ত প্রার্থী হলেন- শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), নিজাম উদ্দিন জলিল (জন) (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম (বকুল) (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভির হাসান (ছোট মনির) (টাঙ্গাইল-২), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪) ও এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩)।

আওয়ামী লীগের ধানমণ্ডি অফিসে এক ব্রিফিংয়ে কাদের বলেন, ‘সব মিলিয়ে আমরা শরিকদের ৫৫ থেকে ৬০টি সিট ছেড়ে দেওয়া হতে পারে। জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন দেওয়া হতে পারে। বিষয়টি শুক্রবারই চূড়ান্ত করা হবে।’

কাদের বলেন, আওয়ামী লীগের মোটামুটি ২৪০ জন প্রার্থী চূড়ান্ত। তবে দুই-একজন এদিক-ওদিক হতে পারে। জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই আমরা মনোনয়ন দিয়েছি।’
মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা শনিবার নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে