sara

‘ক্রেতা সংস্থার অবহেলায় পোশাক শিল্প উন্নত হচ্ছে না’

  নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০১৮, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

ছবি : আমাদের সময়

রানা প্লাজা ট্রাজেডির পরে বাংলাদেশের পোশাক খাত উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। ৮৬ শতাংশ কারখানা এ্যাকর্ড সংস্কার করেছে। কিন্তু ক্রেতা সংস্থাগুলোর অবহেলার কারণে এখনও পোশাক খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাচ্ছে না।

আজ সকালে গুলশানে সিপিডি আয়োজিত ‘পোশাক খাতে রানা প্লাজা পরবর্তী পরিবর্তন’ সংক্রান্ত এক কনফারেন্সের ওপেনিং সেশনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এসব কথা বলেন।

শফিউল ইসলাম আরও বলেন, ‘ক্রেতা সংস্থারা শুধু সস্তায় পণ্য চায়। গত ২০১০-২০১৪ সাল পর্যন্ত ১৪ শতাংশ মূল্যহ্রাস হয়েছে। ক্রেতাদের স্বল্পমূল্য প্রদানের মন মানসিকতার কারণে আমরাও আলাদাভাবে উন্নয়নের জন্য বিনিয়োগ করতে পারছি না। ’

বিশ্বের সেরা ১০টি সবুজ কারখানার সাতটি বাংলাদেশে অবস্থিত উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন,‘বাংলাদেশের পোশাক খাতে অনেক পরিবর্তন এসেছে। তবে বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে পোশাক কারখানা আছে। যারা কোনো সংস্থার সদস্য নয়। কিন্তু এদের ফলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাদের দ্রুত সদস্যপদ গ্রহণ করতে হবে।’

এছাড়া প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন পোশাক শিল্প কেন্দ্রীক হয়ে পড়ছে। বর্তমানে ৫০ লাখ শ্রমিকের প্রায় ৮৫ শতাংশ নারী। এই বিপুল পরিমাণ শ্রমশক্তি পুরোটাই এক বিশাল পরিবর্তনের মাধ্যমে করা হচ্ছে।’

সাবের হোসেন আরও বলেন, ‘পোশাক খাতের পরিবর্তন কত দ্রুত হচ্ছে তার চেয়ে কত ভালোভাবে হচ্ছে সেদিকে জোর দেয়া প্রয়োজন।’

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে ওপেনিং সেশনে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়া আরও বক্তব্য দেন গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাণিজ্য সচিব শুভাশিস বোস প্রমুখ।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে