sara

বাজেটের স্বচ্ছতা নেই: আকবর আলী খান

  স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০১৭, ১২:১০ | আপডেট : ১৭ জুন ২০১৭, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ

প্রতি বছর বড় বড় বাজেট দেওয়া হলেও বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে কোন স্বচ্ছতা নেই বলে জানিয়েছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান।

আজ শনিবার গুলশানের লেকসোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ‌‘বাজেট সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আকবর আলী খান বলেন, আইন অনুসারে বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়। গণপ্রতিনিধিদের এতে অংশগ্রহণের কোন সুযোগ নেই। ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাজেট প্রণয়নের জন্য জাতীয় সংসদ এবং সংসদীয় কমিটি ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এর সুযোগ নেই। করনীতি তৈরির ক্ষেত্রেও কোন আলোচনা হয়না।

তিনি বলেন, আমাদের দেশে বাজেট দেওয়া হয়, কিন্তু তা প্রণয়ন করা হয় না। তাই বাজেটের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে।

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বলেন, ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে, যা অনেক বেশি। এটিকে কমাতে হবে। ব্যাংকিং খাতে আরোহিত আবগারি শুল্ক বাড়ানোর সুযোগ নেই। এটি ভ্যাট আইনের বিরোধী।

অনুষ্ঠানে পরীকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক খান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে