sara

মুখ খুললেন ‘স্যাক্রেড গেমস’এর বিতর্কিত অভিনেত্রী

‘যৌনতা একটি সুন্দর জিনিস’

  বিনোদন ডেস্ক

১৯ জুলাই ২০১৮, ১৪:০৪ | অনলাইন সংস্করণ

অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে
নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’ মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচনায় ছিল এর প্রেক্ষাপট, দৃশ্য আর কাহিনীসহ অভিনেতারা। সিরিজটিতে বেশ কয়েকবার ক্যামেরার সামনে অর্ধনগ্ন হয়েছেন অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। দৃশ্যগুলো নিয়ে বেশ কটূক্তি ও সমালোচনা হয় এই অভিনেত্রীর। অবশেষে গণমাধ্যমে এ বিষয়ে মুখ খুললেন এই তারকা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ‘যৌনতা একটি সুন্দর জিনিস… ঘনিষ্ঠতা একটা সুন্দর জিনিস। এই বিষয়ে মানুষ যে এভাবে কথা বলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা এখনও অপরিণত ও  দৃশ্যের তাৎপর্য বুঝতে অক্ষম। আমি মর্যাদাহানিকর কোনো কাজ করছি না। আমি আমার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি আর সেটাও নির্বোধভাবে নয়।’

প্রসঙ্গত ‘স্যাক্রেড গেমস’ সিরিজে রাজশ্রী গ্যাংস্টার গণেশ গাইতোন্ডের (নাওয়াজউদ্দীন সিদ্দিকি) স্ত্রী সুভদ্রার চরিত্রে অভিনয় করেছেন। আটটি এপিসোডের ওয়েব সিরিজটিতে স্বামীর সঙ্গে বহু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে। আর সিরিজটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নগ্ন দৃশ্যকে কেন্দ্র করে উৎপন্ন বিভিন্ন ট্রল করা হয়।

রাজশ্রী এর আগে অত্যন্ত বিতর্কিত ছবি ‘এস দুর্গা’তে অভিনয় করেন। নেতিবাচক প্রতিক্রিয়া লাভের পর তার মানসিক অবস্থা কী ছিল জানতে চাওয়া হলে তিনি জানান, ‘সমালোচনা হওয়ায় আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু আমাকে এগিয়ে যেতেই হতো। আমি শুভদ্রা চরিত্রের খাতিরেই এই সিনে অভিনয় করেছি। একজন শিল্পী হিসেবে আমাকে নিজের কাজ করতেই হবে। আমি জানি আমার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। এটা কোনও বাণিজ্যিক আইটেম নাম্বার নয় যে প্রথমে আইটেম বেঁচে পরে সিনেমা বেঁচবো।’

রাজশ্রী বলেন, ‘দৃশ্যটি বিভিন্ন পর্নোগ্রাফি সাইটেও ছড়িয়ে গেছে। তার থেকেও খারাপ যেটা হয়েছে আমি বিভিন্ন বার্তা পাচ্ছি যেখানে আমাকে বলা হয়েছে পর্নস্টার।’

অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত স্যাক্রেড গেমসে সাইফ আলি খান ও রাধিকা আপ্তেও অভিনয় করেছেন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে