sara

যা শোনা যাচ্ছে পুরোটাই গুজব : অপি করিম

  এ মিজান

১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৩ | অনলাইন সংস্করণ

তারকা অভিনেত্রী অপি করিমের সঙ্গে তার স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝরের সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে- এমন খবর ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনার ঝড় যেন থামছেই না।

আবার অনেকেই কানাঘুষা করেছেন গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের অবসান হয়েছে। যতই সময় গড়াচ্ছে ততই বিষয়টি নিয়ে রহস্যের ধুম্রজাল কুন্ডুলি পাকাচ্ছে।

এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন স্বয়ং অপি করিম। দৈনিক আমাদের সময় অনলাইনকে অপি করিম বলেন, ‘পুরোটাই গুজব। যেসব কথা শোনা গেছে সেটা একদমই ভুল। আমরা ভালো আছি। আমরা একসঙ্গে আছি সবার দোয়ায়, আমরা সুখে শান্তিতে সংসার করছি’।

সংসার ভাঙার গুজবে কিছুটা বিরক্তি প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘এইগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। আমি মাত্র ক্লাস শেষ করে বের হলাম। আর উনি (নির্ঝর) এখন ঢাকার বাইরে চট্টগ্রামে একটা প্রোজেক্টের কাজে আছেন। এখন এইগুলো নিয়ে যদি মানুষ আমাদেরকে এই বয়সে প্যারা দিতে থাকে তাহলে কেমন লাগে। আমরা অনেক ভালো আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন’।

ভালোবেসে ২০১৬ সালের ঈদের দিন বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর।  এটি অপি করিমের তৃতীয় বিয়ে।

এর আগে ২০০৭ সালে ২৭ অক্টোবর পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। ২০১১ সালের দিকে চার বছরের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন এই অভিনেত্রী। সেই সংসারও টেকেনি বেশি দিন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে