sara

দীপিকা-রণবীরের বাসর ঘরের ভিডিও ভাইরাল!

  বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০১৮, ১০:৩০ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

আর মাত্র দুদিন। ১৪ ও ১৫ নভেম্বর রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই ‘দীপবীর’ এর বিয়ে উপলক্ষে সেজে উঠছে ইতালির লেক কোমোর ভিলা দেল বলবিয়ানেলো। এর মধ্যেই তাদের বাসর ঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, গোলাপ ফুলে মুড়ে ফেলা হয়েছে তাদের বিছানাসহ গোটা ঘর, সাজিয়ে তোলা হচ্ছে বাতি দিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিয়ের আগাম প্রস্তুতি হিসেবে গত শনিবারই পরিবারসহ ইতালির উদ্দেশ্যে রওনা দেন এই জুটি। যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দেন দীপিকা-রণবীর। 

বর-বধু পৌঁছনোর আগেই ইতালিতে পৌঁছে যান দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ, হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুরসহ আরও বেশ কয়েকজন। কারিশ্মা প্রকাশ ইতিমধ্যে লেক কোমোর যে হোটেলে গিয়ে উঠেছেন, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। পাশাপাশি লেক কোমোর যাত্রাপথের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন।

ইতালিতে টানা তিন চলবে বিয়ের অনুষ্ঠান। ১৩ নভেম্বর রয়েছে দীপিকা-রণবীরের সঙ্গীত অনুষ্ঠান। ১৪ নভেম্বর রয়েছে কন্নড় রীতিতে বিয়ে আর ১৫ নভেম্বর সিন্ধি পাঞ্জাবি মতে বিয়ে। এই অনুষ্ঠানের পরদিনই দেশে ফিরে আসার কথা রয়েছেন সিং ও পাড়ুকোন পরিবারের।

প্রসঙ্গত, দীপিকা-রণবীরের বিয়ের অনুষ্ঠানে তাদের দুই পরিবারে সদস্যরা ছাড়াও বলিউডের কিছু ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। এই তালিকায় রয়েছেন- সঞ্জয়লীলা বনশালি, শাহরুখ খান, অর্জুন কাপুরের মতো তারকারা।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে