sara

যুক্তরাষ্ট্র সফরে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

  অনলাইন ডেস্ক

২০ জুলাই ২০১৮, ১০:৩৮ | আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:০২ | অনলাইন সংস্করণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চলতি বছরই যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।

সারাহ টুইটে জানান, রুশ প্রেসিডেন্টকে ওয়াশিংন সফরের জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সফরের আলোচনা এখনও চলছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে এখনও কিছু বলা হয়নি।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে ট্রাম্পকে পুতিন জানায় যে মার্কিন জনগণকে প্রশ্ন করতে চায় রাশিয়া। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

নানা জল্পনা-কল্পনা, সমালোচনা আর বিরোধিতার মুখেও গত ১৬ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন হেলসিংকিতে পৌঁছান নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। তবে বৈঠকস্থলে ট্রাম্পের আগেই পৌঁছে যান তিনি। 

গত সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ট্রাম্প-পুতিনের বৈঠকটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয়। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলেই স্বীকার করেছেন।

তবে মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি পুরো ঘটনার বর্ণনা পর্যালোচনা করে দেখেছেন এবং একটি ব্যাখ্যা দেয়া দরকার বলে মনে করেন। ট্রাম্প দাবি করেন, তাদের বৈঠক খুবই সফল হয়েছে এবং তিনি দ্বিতীয় বৈঠকের জন্য অপেক্ষা করছেন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে