sara

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, নিহত ২০

  অনলাইন ডেস্ক

২২ জুলাই ২০১৮, ১০:৩৫ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১২:৩৩ | অনলাইন সংস্করণ

ভিয়েতনামে সন টিংয় নামে এক ঝড়ের আঘাতে ২০ জন নিহত হয়েছেন। টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকার ১৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধার বিষয়ক জাতীয় কমিটি। এখনও ১৬ জন নিখোঁজ আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সাগর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় উঠে আসার পর থেকেই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে পাঁচ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে দেশটির রাজধানী হ্যানয়েও বন্যা দেখা দিয়েছে পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে বৃষ্টি ও বন্যায় সারা দেশে ৮২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় ১৭ হাজার গবাদিপশু মারা গেছে বলে জানান হয়েছে প্রতিবেদনে।

আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে গতকাল শনিবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিষয়ক স্টিয়ারিং কমিটি।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে