sara

ভারতের ভবন ধসে নিহত এক, আহত ১৭

  অনলাইন ডেস্ক

২২ জুলাই ২০১৮, ১১:২৯ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১১:৪৮ | অনলাইন সংস্করণ

ভারতের চেন্নাইয়ে একটি চারতলা ভবন ধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। 

হিন্দুস্তানের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকরা বেতনের জন্য অপেক্ষা করছিল। এ সময়ই দালানটি একটি অংশ আচমকা ভেঙে পড়ে। তাতে বাড়ির বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা চাপা পড়েন।

উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন,ধ্বংসস্তূপ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে ৬১ জন কর্মী কাজ করছেন বলে তিনি আরও জানান।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, গত মে মাস থেকে ওই বাড়ির নির্মাণ কাজ চলছিল। ৪০ জন শ্রমিক সেখান কাজ করত। বাড়িটি ভেঙে পড়ার পর আশেপাশের দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে