sara

‘দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম থাকব’

  অনলাইন ডেস্ক

০৭ আগস্ট ২০১৮, ১১:২৫ | আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১২:৩৫ | অনলাইন সংস্করণ

জোর করে এক মুসলিম যুবকের দাড়ি কাটতে বাধ্য করায় উত্তাল ভারতের মুসলিম উম্মাহ। হরিয়ানার মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান আসাউদ্দিন ওয়াইসি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গলা কেটে দিলেও তারা মুসলিমই থাকবেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভারতের হরিয়ানার গুরুগ্রামের ২৯ নম্বর সেক্টরে ইউনুস নামে এক যুবকের দাড়ি জোর করে কাটিয়ে দেন কজন অজ্ঞাত ব্যক্তি। রাস্তায় ওই লোকগুলোর সঙ্গে ইউনুসের ঝামেলা হওয়ার কারণে তারা এ কাজ করেন। একটি সেলুনে ইউনুসকে ঢুকিয়ে তার দাড়ি কেটে ফেলা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর এ ব্যাপারে নিজের মন্তব্য দেন ওয়াইসি। বলেন, ‘এক মুসলিম ব্যক্তিকে তার দাড়ি কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজটি করেছে, আমি তাদের এবং তাদের বাবার উদ্দেশ্যে বলি যে আমাদের গলা কেটে ফেললেও, আমরা মুসলিমই থাকব। আমরা তোমাকে ইসলামে রূপান্তরিত করে তোমাকে দাড়ি রাখতে বাধ্য করব।’

ঘটনার পর ইউনুস হরিয়ানা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে