sara

ফিলিপাইনে মাংখুতের আঘাতে ৫৪ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় মাংখুতের তাণ্ডবে কমপক্ষে ৫৪ জনের প্রাণহানি হয়েছে। ঝুঁকির মুখে পড়েছেন আড়াই লাখ বাসিন্দা। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যায় ৯২ মিলিয়ন ডলার মূল্যের ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি বিভাগ।

গতকাল রোববার এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, ঘূর্ণিঝড় মাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন। এখনো নিখোঁজ রয়েছেন ৪২ জন। ধারণা করা হচ্ছে, লুজন দ্বীপের ভূমিধসে অন্তত ৩৬ জন মাটিচাপা পড়েছেন।

বর্তমানে চীনের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাওয়ার ঝড়ের কবলে পড়ে এরইমধ্যে গুয়াংডং প্রদেশে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিকে, ঘূর্ণিঝড় 'মাংখুত'র  তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির কৃষি বিভাগ। বিবৃতিতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বয়ে যাওয়া শক্তিশালী টাইফুনটির কারণে জমিতে থাকা মোট দুই লাখ ৫০ হাজার ৭৩০ টন ধান নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এক হাজার ২০৪ টন ভুট্টাও নষ্ট হয়েছে। মোট ফসলের ক্ষতির আর্থিক মূল্য ৯২ মিলিয়ন ডলার। ক্ষতি হওয়া ফসলের মধ্যে ১ হাজার ২০৪ টন গমও রয়েছে।

দেশটির উত্তরে আড়াই লাখ বাসিন্দা মাংখুতের কবলে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার এই ঝড়ে ফিলিপাইনের উত্তরে ৫১টি ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ঘণ্টায় ২৭০ কিলোমিটারেরও বেশি বেগের বাতাস নিয়ে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে