sara

প্রেমিকার বিয়ে ঠিক, টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রের!

  অনলাইন ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, ১৭:৩৯ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৪২ | অনলাইন সংস্করণ

প্রেমিকার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে। তবে যেকোনো মূল্যে তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে মরিয়া প্রেমিক। আর তাই ৮০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করলো নবম শ্রেণির এক স্কুলছাত্র। পরে অবশ্য বিয়ের ‘প্রতিশ্রুতি’ পেয়ে নিচে নেমে এসে সব উৎকণ্ঠার অবসান ঘটায় সেই প্রেমিক।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার, ভারতের মুর্শিদাবাদে। পুলিশের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুজনের ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ করে প্রেমিকার পরিবারের সদস্যরা অন্য এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। তাই গতকাল বিকেলে এলাকার একটি মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শামীম শেখ।

এ অবস্থায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। দ্রুতই পুলিশ আসে। কিন্তু কিছুতেই নিচে নামছিল না সেই প্রেমিক। প্রেমিকার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করা হবে-পুলিশের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে নিচে নেমে আসে শামীম। তার বাবা মুস্তাফা শেখ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ছেলেকে আত্মহত্যার মুখ থেকে ফিরে পেয়ে আমরা খুশি।’

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে