sara

জিম্বাবুয়ে বাসে ভয়াবহ আগুন, নিহত ৪২

  অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর ২০১৮, ১০:৪৬ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১০:৫০ | অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে বাসে আগুন লেগে অন্তত ৪২ জন মারা গেছেন।  এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৭ যাত্রী। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ দিকে রাজধানী হারারের ৫৫০ কিলোমিটার দক্ষিণের জেলা গোয়ান্ডা এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, বাসের যাত্রীরা দক্ষিণ আফ্রিকার মুসিয়ানা শহরে কেনাকাটা ও রাত যাপনের জন্য যাচ্ছিলেন।  এ সময় গ্যাস ট্যাংকের বিস্ফোরণ হয়ে আগুনে পুরো বাস পুড়ে যায়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র চারিথি চারাম্বা বলেছেন, ‘আগুনে দগ্ধ হয়ে সবাই মারা গেছেন।  ঘটনার পর পরই আমরা জানতে পেরেছি ৪২ জনেরও বেশি যাত্রী মারা গেছেন।’

তিনি আরও জানান, বাসে উচ্চ তেজস্ক্রিয় কোনো পদার্থ ছিল। এতে আগুন মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের এক যাত্রী বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলী তাদের গ্রাস করে ফেলে। তিনিসহ কয়েকজন কোনোমতে বাইরে বের হয়ে আসেন। কিন্তু অন্যদের সাহায্য করার মতো উপায় ছিল না।

অন্য এক যাত্রী বলেন, প্রথমে তারা গ্যাসের কেমন যেন গন্ধ পেয়েছিলেন। তাদের মধ্যে একজন চালককে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই যা ঘটার তা ঘটে গেছে।

এর আগে গত ৭ নভেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুসাপে শহরের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে