sara

কিশোরীকে নিলামে তুললেন বাবা, ৮ স্ত্রী থাকার পরও কিনলেন ব্যবসায়ী

  অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর ২০১৮, ২১:২৭ | আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:১৬ | অনলাইন সংস্করণ

১৭ বছরের কিশোরী মেয়েকে বধূ সাজিয়ে ফেসবুকের মাধ্যমে নিলামে তোলেন এক ব্যক্তি। আটজন স্ত্রী থাকার পরও বিপুল অর্থ খরচ করে ওই কিশোরীকে কিনে নেন নামকরা এক ব্যবসায়ী। সম্প্রতি নিজের মেয়েকে নিলামে তোলার এই ঘটনাটি ঘটে দক্ষিণ সুদানে।      

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে কিশোরীকে কিনতে নিলামে অংশ নেন পাঁচজন। তাদের মধ্যে একজন ওই অঞ্চলের ডেপুটি জেনারেল ছিলেন। পরে সুদানের এক নামকরা ব্যবসায়ী ওই কিশোরীকে কিনে নেন। এর বিনিময়ে কিশোরীর বাবাকে ৫০০ গরু, ১০ হাজার ডলার, দুটি বিলাসবহুল গাড়ি, দুটি বাইক, কয়েকটি দামি মুঠোফোন উপহার দেন ব্যবসায়ী।  

আফ্রিকার নারীদের নিয়ে কাজ করা সংস্থা 'আফ্রিকান ফেমিনিজম' এর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, চলতি মাসেই দক্ষিণ সুদানের ওই কিশোরীকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে-গুছিয়ে এনে নিলামে তোলা হয়। ওই নিলামে উপস্থিত ছিলেন সুদানের এক সরকারি কর্মকর্তাও। পরে ওই কিশোরীকে কেনেন এক ব্যবসায়ী।  

মানিবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ‘আধুনিক যুগের দাস প্রথা' বলে উল্লেখ করছেন।

মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবী ফিলিপস অ্যানিয়াং এনগং বলেন, ভাইরাল হওয়া ফেইসবুক পোস্টটি ‘সবচেয়ে বড় শিশু নিপীড়ন, পাচার ও কোনো মানুষকে নিলামে উঠানোর উদাহরণ।’

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে