sara

এবার সিনেমায় কোহলি!

  অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২ | অনলাইন সংস্করণ

ভারতসহ সারা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনে তাকে নিয়মিত দেখা যায়। তবে রূপালি পর্দায় কখনো তার পদচারণা দেখা যায়নি। এবার সেখানেও অভিষেক ঘটতে যাচ্ছে এই ক্রিকেট তারকার।

সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় সিনে জগতে আগমনের কথা জানান এই মাস্টারব্লাস্টার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির। তার সিনেমার নাম ‘ট্রেইলার: দ্য মুভি’। গতকাল শুক্রবার টুইটারে মুভির একটি পোস্টারের ছবি আপলোড করেছেন তিনি।

ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লেখেন, ‘১০ বছর পর আরেকটি অভিষেক, আর অপেক্ষা করা যাচ্ছে না।’ সঙ্গে জুড়ে দেন সুপারহিরো স্টাইলে পোজ দেয়া নিজের একটি ছবি।

চলতি মাসের ২৮ তারিখ থেকেই মুভির কাজ শুরু হতে পারে। তবে নিজের মুভির ব্র্যান্ড প্রোমোশনে এটা সম্পূর্ণ সিনেমা, না শর্টফিল্ম তা উল্লেখ করেননি কোহলি। সুতরাং, প্রকৃত সত্য জানতে কোহলি ভক্তদের আরও অপেক্ষা করতে হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও বিশ্রামে রাখা হতে পারে ২৯ বছর বয়সী সুপারস্টারকে।

গেল বছরের ডিসেম্বরে বলিউডকন্যা আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। ইতালিতে অনাড়ম্বরপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন তারা। এখন পর্যন্ত সুখে শান্তিতে একই ছাদের তলায় বসবাস করছেন তারা।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে