sara

মেসি-রোনালদো : কাকে বেছে নিলেন আলিয়া?

  স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর ২০১৮, ১৩:০২ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৩:০৬ | অনলাইন সংস্করণ

মেসি-রোনালদোর খ্যাতি পুরো বিশ্বজুড়ে। ফুটবল বিশ্বের এ দু-তারকাকে নিয়ে মেতে থাকেন ভক্ত হতে শুরু করে অভিনয় জগতের রথী-মাহরথীরাও। তেমনি একজন বলিউডের হালের সেনশেসন আলিয়া ভাট। সম্প্রতি তিনি মেসি-রোনালদোর মধ্য  কে  সর্বকালের সেরা, তা বেছে নিয়েছেন।

মেসি-রোনালদোর মধ্যে কে সেরা, এ নিয়ে কথার লড়াই বহুদিন ধরেই। কেউ আর্জেন্টাইন তারকা মেসিকে এগিয়ে রাখেন আবার কেউ এগিয়ে রাখেন পর্তুগিজ তারকা সিআরসেভেনকে। কিন্তু এ লড়াই যেন শেষ হবার নয়।

গ্রেটেস্ট অব অল টাইম (গট) বিতর্ক চলে আসছে বহুবছর ধরেই। ক্রীড়া জগতের সবগুলো শাখায় সেরাদের নিয়ে এ বিতর্ক ছিল। পেলে-ম্যারাডোনার পর ফুটবলে মেসি-রোনালদো এখন এ বিতর্কের বিষয় বস্তু হয়েছেন।

কিন্তু ভারতীয় অভিনেত্রী মহেশ ভাট কন্যা আলিয়া ভাট কাকে সেরা বলে তকমা দিয়েছেন? সম্প্রতি আলিয়া ‘আস্ক মি এনিথিং’ সেশনে প্রশ্নের মুখোমুখি হয়েছেন মেসি-রোনালদোকে নিয়ে। তাকে এক ভক্ত প্রশ্ন করেন মেসি-রোনালদোর মধ্যে কে সেরা, আলিয়া তুলে নেন লিওনেল মেসিকেই। আর এসব কাণ্ড ঘটে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে।

কিছুদিন আগে গট ডিবেটে নাম লিখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। মেসি-রোনালদোর মধ্যে কে সর্বকালের সেরা এমন প্রশ্নে তিনিও বেছে নিয়েছিলেন লিওনেল মেসিকেই।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে