sara

আমিরের সরল স্বীকারোক্তি

মুখ খোলেননি ক্যাটরিনা

  বিনোদন সময় ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১০ | প্রিন্ট সংস্করণ

তাকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। বলছি আমির খানের কথা। সম্প্রতি এই অভিনেতার সরল স্বীকারোক্তি শুনে অবাক হয়েছেন অনেকেই। কোনো রাখঢাক না করে ‘দঙ্গল’ তারকা সংবাদমাধ্যমে বলেছেন, “সেই ‘ধুম থ্রি’র সময় থেকে ওর (ক্যাটরিনা কাইফ) প্রেমে পড়েছি, তবে কিছুতেই বলতে পারিনি। কেউ যদি আমার হয়ে তাকে এ কথা জানিয়ে দেন, তা হলে খুব ভালো হয়।” যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা।

‘ধুম থ্রি’র পর এবার আমিরের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে ক্যাটরিনার লুক কেমন হবে, তা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। গত শুক্রবার দুপুরে ইউটিউবে এসেছে লুকটি। ছবিতে ক্যাটের চরিত্রের নাম ‘সুরাইয়া জান’। ছবিতে দেখা যায়, গর্জিয়াস লেহেঙ্গা, নাকে নথ আর হাতে মেহেদি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। এটি নিয়ে আমির টুইটারে লিখেছেন, ‘সুরাইয়া জান সবচেয়ে সুন্দরী ঠগ!’

‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শিল্পীদের লুক সামনে আসার পর একের পর এক চমক দেখাচ্ছেন আমির খান। শুরুতেই এসেছে অমিতাভ বচ্চনের লুক। ছবিতে তার চরিত্রের নাম ‘খুদা বক্স’। মোশন পিকচারে দেখা গেছে, একটা বাজপাখি উড়ে এসে জাহাজে রাখা কামানের ওপর বসছে। আর অমিতাভ বচ্চনকে দেখা গেছে যুদ্ধের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে।

এ ছবিতে অভিনয় করেছেন ‘দঙ্গল কন্যা’ ফতিমা সানা শেখ। তিনি ‘যুদ্ধবাজ’ জাফাইরা। তার লুক প্রকাশ করে আমির খান লিখেছেন, ‘যুদ্ধবাজ ঠগ! তার থেকে দূরে থাকুন।’ ইউরোপের মাল্টা উপকূলে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। সূত্র : ইন্ডিয়া টুডে

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে