sara

জীবাণু সংক্রমিত রোগ জিবিএস

  ডা. এম ইয়াছিন আলী

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জিবিএস নামক রোগটি একটু অপরিচিত। কিন্তু আমাদের আশপাশের অনেকেই এ রোগে আক্রান্ত হয়েছেন। জিবিএস (গুলিয়ান-বারি-সিনড্রোম) এটি একটি জীবাণু সংক্রমণজনিত রোগ। ক্যামপাইলো ব্যাকটার জিকুনি নামের একটি ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে জিবিএস দেখা দেয় বলে সাধারণভাবে মনে করা হয়। সাধারণত দেখা যায়, কয়েক দিন থেকে পাতলা পায়খানা সঙ্গে একটু জ্বর, তারপর হাত-পা অবশ অবশ ভাব এবং ক্রমান্বয়ে হাত ও পায়ের শক্তি কমে যায়। এমনকি হাত, পা নাড়ানোর ক্ষমতা থাকে না। এটি ক্রমান্বয়ে শরীরের পেরিফেরি বা দূরের অংশ থেকে সেন্টাল বা উপরের দিকে আসতে থাকে। ভয়ের ব্যাপার হলো, কিছু কিছু ক্ষেত্রে রেসপেরেটরি মাংসপেশি প্যারালাইজড হয়ে শ্বাস নিতে না পেরে পাঁচ থেকে ছয় শতাংশ রোগী প্রাণ হারায়।

যাদের বেশি হয় : জিবিএস নারী-পুরুষ উভয়েরই হতে পারে। লিঙ্গভেদে রোগের প্রকোপের তেমন পার্থক্য দেখা যায় না। রোগীর অবস্থা যখন সংকটাপন্ন অর্থাৎ রোগী হাত-পা নাড়তে পারে না, এমনকি শ্বাস নিতে কষ্ট হচ্ছেÑ এমন পর্যায়ে রোগীকে দ্রæত বিশেষায়িত হাসপাতালে নিতে হবে। রোগীর অবস্থা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর চিকিৎসা প্রদান করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থার প্রয়োজন পড়ে। মনে রাখতে হবে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বদা উত্তম।

লেখক : চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল

ধানমÐি, ঢাকা

০১৭৮৭১০৬৭০২

 

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে