sara

প্রথম কবিতার প্রথম অনুভূতি

  লতিফ সারওয়ার

১৬ নভেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

লতিফ সারওয়ার

প্রথম কবিতার প্রথম অনুভূতি

প্রথম কবিতার প্রথম অনুভূতি তোমাকে নিয়েই।

তুমি কে? কী নামে ডাকব তোমায়?

তুমি কি উর্বশী?

রবীন্দ্রনাথের গীতিকবিতা?

তুমি এসেছিলে পলকে

হঠাৎ বাতাসের ঝাপটা এসে

এলোমেলো করে দিল সব

হৃদয়ের কুঠরি শূন্য করে দিয়ে

ভরে দিল নির্মল ভালোবাসায়।

তুমি কে? কী নামে ডাকবো তোমায়?

তুমি এসেছিলে বলেই

সবকিছু ঝকঝকে তকতকে নতুন

তুমি এসেছিলে বলেই

ভালোলাগার দ্যুতি ছড়াল

এপাশে-ওপাশে, চারদিকে

তোমাকে দেখতে দৃষ্টি যায় কতদূর?

যতদূর যায় মন অবিরাম

ততদূর-ততদূর।

কে তুমি? তোমার জন্য ধুকধুক করে হৃদয়

তোমার জন্য চৌচির হয় বুকের জমিন

কে তুমি? কী নামে ডাকব তোমায়?

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে