sara

পাবজি আসছে এক্সবক্সে

  প্রযুক্তি সময় ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এ বছরের ডিসেম্বরেই সনির প্লে-স্টেশন ৪-এ সময়ের আলোচিত গেম প্লেয়ার আননোওনস ব্যাটলগ্রাউন্ডস (পাবজি নামেই বেশি পরিচিত) আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার আগেই ১২ নভেম্বর এক্সবক্সে এ গেম নিয়ে আসছে মাইক্রোসফট।

এর ফলে এক্সবক্স ওয়ান ব্যবহারকারীরা ৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে পাবজি খেলার সুযোগ পাবেন।

পাবজি ছাড়াও প্রতিষ্ঠানটি এক্সবক্স গেমের মাধ্যমে নিজেদের সব ফার্স্ট-পার্টি গেম ছাড়ার পরিকল্পনা করছে। পাবজি আনার অংশ হিসেবে নতুন এক্সবক্স গেম পাস গ্রাহকরা ছুটির মৌসুমে ১ ডলারের বিনিময়ে এক মাস এ সেবা ব্যবহার করতে পারবেন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে