sara

আ.লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাপা

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৮ | প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে জাপা। গতকাল দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবে জানিয়ে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়। এ বিষয়ে এখনো আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে