sara

রোহিঙ্গা নির্যাতন ক্ষমার অযোগ্য

  আমাদের সময় ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একইসঙ্গে কোনো অজুহাত ছাড়াই মিয়ানমারকে এ সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার সিঙ্গাপুরে এশিয়া-প্রশান্ত

মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে এ সব কড়া কথা বলেন পেন্স। একই দিন সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও সু চির কড়া সমালোচনা করেন। খবর এপি ও এএফপির।

বৈঠকে সু চিকে পেন্স বলেন, রোহিঙ্গা সংকটে দোষীদের বিচারের আওতায় আনতে মিয়ানমারের অগ্রগতির ব্যাপারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যে সহিংসতার কারণে বাংলাদেশে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে গেছে, তার পক্ষে কোনো অজুহাত থাকতে পারে না। এ ছাড়া মিয়ানমারে সংবাদমাধ্যমের জন্য স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশও দেখতে চায় যুক্তরাষ্ট্র।

জবাবে সু চি বলেন, এ বিষয়ে একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম। সবার মতে ভিন্নতা রয়েছে।

অন্যদিকে সুচির তুমুল সমালোচনা করে মাহাথির মোহাম্মদ বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতার ন্যায্যতা প্রমাণ করতে সু চি সমর্থনের অযোগ্য বিষয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। নিপীড়ন কী, তা একজন সাবেক রাজনৈতিক বন্দি হিসেবে সু চির বোঝার কথা।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে