sara

এটা নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র

  নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:৩৬ | প্রিন্ট সংস্করণ

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত না দুর্ঘটনা এ ব্যাপারে সন্দেহ আছে। এটা নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র। গতকাল রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আনন্দ উৎসবে বিএনপি নেতাকর্মীরা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন লাগাবে? এতে কি সন্দেহ হয় না এ ঘটনা পরিকল্পিত? এগুলো অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র। এসব তদন্তে কমিশন গঠন করতে হবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনতে হবে।

বি চৌধুরী আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, তারা শতভাগ স্বাধীন। এখন সরকারের কাছে কমিশন দায়বদ্ধ নয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব সচিব মেজর (অব) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সদ্য বিকল্পধারায় যোগদানকারী বিএনপি নেতা এমএম শাহীন প্রমুখ।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে