sara

ডিসি সম্মেলন শুরু ২৪ জুলাই

  নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ২৪ জুলাই। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। ২৬ জুলাই সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সমাপনী অনুষ্ঠান হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের নীতিনির্ধারক ও ডিসিদের মধ্যে সামনাসামনি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য প্রতি বছরই ডিসি সম্মেলন আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শুনবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন।

এ ছাড়া তারা মন্ত্রী, সরকারের উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে মতবিনিময়

করবেন। একাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে