sara

ক্রিকেট বলের জন্য প্রাণ গেল ৩ জনের

খোলা সেপটিক ট্যাংক

  চট্টগ্রাম ব্যুরো

১১ আগস্ট ২০১৮, ০০:০০ | আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০১:০৭ | প্রিন্ট সংস্করণ

নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে তিনজন নিহত হয়েছে। গতকাল বিকালে ডিজেল কলোনি জামে মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কলোনির বাসিন্দা মো. মুন্নার দুই সন্তান ইমরান হোসেন ইমু (২৬) ও মো. রুবেল দানিস (১৬) এবং মো. মিজানের ছেলে মোহাম্মদ সিফাত (১৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিকালে খেলতে গিয়ে তাদের ক্রিকেট বল সেপটিক ট্যাংকে গড়িয়ে পড়ে। সেটি তুলতে গিয়ে ট্যাংকে পড়ে যায় সিফাত। তাকে উদ্ধার করতে ইমু ও

রুবেল সেখানে নামে। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাছিরউদ্দীন বলেন, ‘পানির ট্যাংকিতে বল পড়ে গেলে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। বাড়ির মালিকদের পানির ট্যাংকের ঢাকনা ব্যবহারে আরও বেশি সর্তক হওয়া উচিত।’

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে