sara

লালবাগে দুই শিশু নিপীড়নকারী যুবক গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজধানীর লালবাগে সাত ও নয় বছরের দুই শিশুকে যৌন নিপীড়নকারী যুবক শুক্কুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানার ওসি সুবাস কুমার পাল জানান, দুই শিশু নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার লালবাগ থানার মামলা করেন এক শিশুর বাবা। পরে রাতেই শুক্কুর আলীকে গ্রেপ্তার করে শুক্রবার (গতকাল) আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। শারীরিক পরীক্ষার জন্য দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। দুই শিশুর বাবা জানান, শহীদনগরে একটি বহুতল ভবনের প্রথম ও চতুর্থ তলায় থাকেন তারা। শিশু দুুুটি তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ে। গত

মঙ্গলবার বেলা ২টার দিকে একই ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা শুক্কুর আলী ১০০ টাকার লোভ দেখিয়ে প্রথমে সাত বছরের ও পরে নয় বছরের শিশুকে তার রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে দুই শিশু জানিয়েছে, শুক্কুর আলী এক মাস ধরে তাদের এভাবে নিপীড়ন করে আসছে।

লাইসেন্স বাতিলের পরও বন্ধ হয়নি ‘চিকিৎসা বাণিজ্য’

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে