sara

যবিপ্রবির ১২ শিক্ষার্থী বহিষ্কার

  যশোর প্রতিনিধি

২২ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ০০:১২ | প্রিন্ট সংস্করণ

পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণ হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে দুই বছর ও আটজনকে এক বছর করে সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে বিশ^বিদ্যালয়ের ‘এক্সামিনেশন ডিসিপ্লিন কমিটি’র সভায় ১২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় চন্দ্র মÐল, রাফিউর রহমান অপূর্ব ও আদনান আহমেদ প্রান্ত, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন ও প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত খান, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বারিউল হক মুবীন, গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তোফায়েল প্রধান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আক্তার হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুশান্ত কুমার দাশ, মোস্তাফিজুর রহমান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম রেজা ইবনে মিওন ও সোহেল রানা।

গত এপ্রিলে বিশ^বিদ্যালয়ের ২২টি বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ওই ১২ শিক্ষার্থী অসাদুপায় অবলম্বন করেন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে