sara

নাটোর-৪

মনোনয়ন যুদ্ধে বাবা-মেয়ে

  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে এবার আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সেই সঙ্গে মনোনয়ন যুদ্ধে নেমেছেন তারই মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি ও এমপি কুদ্দুসের অনুসারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম পিপি ও অ্যাডভোকেট আব্দুল ওহাব, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর আলম, মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান কবীর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রতন আলীসহ ১৪ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে