sara

ভুটানেও ভালো করবে দল : ছোটন

  ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঘরের মাঠে চলছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। দলকে চ্যাম্পিয়ন করানোই লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের। এএফসি বাছাইপর্ব শেষ হতে না হতেই ভুটানে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। সেখানেও দলকে চ্যাম্পিয়ন করাতে চান ছোটন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে ছয়টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়বে। এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী বুধবার ভুটান যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। টুর্নামেন্টে বাংলাদেশের পৃষ্ঠপোষক ওয়ালটন।

ভুটান যাওয়ার আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। সেখানে দল ঘোষণার পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমি-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ

ই-পেপার

সর্বাধিক পঠিত

  • অাজ
  • সপ্তাহে
  • মাসে